মো. অলিউল্লাহ সরকার অতুল :
সোমবার (৮ জুলই) কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. জসিম উদ্দিন আহাম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহম্মদ ওমর ফারুক ও কসবা প্রেসকাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে আমিষের চাহিদা পুরনে মাছ চাষের গুরত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক রচনা প্রতিযোগীতায় স্কুল পর্যায়ে ৩ জন ছাত্র-ছাত্রীকে পুরুস্কৃত করা হয়। এ সময় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
Discussion about this post