কসবা প্রতিনিধি : মঙ্গলবার ২ জুলাই কসবা উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে। উদ্বোধনী কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা পরিষদ পুকুর পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন; সহকারি কমিশনার (ভূমি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার। স্বাগত বক্তব্য রাখেন; উপজেলা মৎস্য অফিসার মো: মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; মৎস্য চাষী মো: শাহআলম গাজী, লিফদের পক্ষে মো: আবদুল হান্নান।
অনুষ্ঠানে ৪ জন সফল মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Discussion about this post