রাহ্মণাবাড়িয়া প্রতিনিধি ॥ শনিবার ২৫ মে সকালে কসবা বদিউল আলম সাইন্স এন্ড টেকনোলোজি ইন্সটিটিউট প্রাঙ্গণে জোবেদা-রহিম ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষন শেষে ৪১জন অসহায় দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বদিউল আলম সাইন্স এন্ড টেকনোলোজি ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো. নজির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জোবেদা-রহিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ.কে.এম. বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন; কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া ও হযরত মাওলানা গোলাম রহমানী সাঈদী পীর সাহেব। স্বাগত বক্তব্য রাখেন, সমাজকর্মী মো. আলমগীর। কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর ফারুক আহম্মেদ, প্রশিক্ষক সেলিনা বেগম ও প্রশিক্ষনার্থী ইয়াছমিন বেগম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Home / দেশ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / কসবায় জোবেদা-রহিম ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মহিলার মাঝে ৪১টি সেলাই মেশিন বিতরণ
আরও পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজয় দিবস উদযাপিত
বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৫ ডিসেম্বর রাতেই সরকারি বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও স্থাপনা সমূহে …