কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের ঘোলাসার গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- গোলাসার গ্রামের বিল্লাল ভূইয়ার মেয়ে মোছা. নাজনিন (৫) ও আবু বক্করের নাতি বামিম (৭)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। পুলিশ জানায়, নাজনিন ও রামিম দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে খেলা করছিল। এসময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। পরে স্বজনসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, পরিবারের পক্ষ থেকে কোনও ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post