কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার (১৪ এপ্রিল) কসবাস্থ সিডিসি স্কুল আয়োজিত বাংলা নববর্ষ ও হানাদার প্রতিরোধ দিবস উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে; বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানমালা উদ্বোধন করেন স্থানীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আবদুল কাইয়ুম। সিডিসি’র প্রতিষ্ঠাতা পরিচালক ও কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা ও বেসরকারি সংস্থা ওডিপি’র কেন্দ্রীয় সভাপতি আজিজুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; মুক্তিযোদ্ধা আবদুর রব ফিরোজ, পৌর কাউন্সিলর মো: আবু জাহের, শিক্ষক এরফানুল ইসলাম ও মো: আলমগীর কবীর।
Discussion about this post