কসবা, ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি ॥
কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের এক মাদরাসা পড়–য়া ছাত্র রেজাউল হক খান (২০) মা-বাবার সাথে অভিমান করে গতকাল শনিবার বিষপানে আত্মহত্যা করেছে।
পরিবার ও এলাবাসী সুত্রে জানা যায়, গত কয়ে দিন পূর্বে সৈয়দাবদ মাদরাসার শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে তার পিতা আবদুল হক খানের কাছে নালিশ করে। নালিশের জের ধরে মা-বাবা তাকে শাসন করে। শিক্ষকদের সাথে বিয়াদবী না করার অঙ্গীকার দেয়। এ থেকে মা-বাবার সাথে অভিমান করে গতকাল সকালে বিষ পান করে। কসবা সদর হাসপাতালে নেয়ার পথে রেজাউলের মৃত্যু হয়। তার মৃত্যুতে তার মা, বাব বার বার মুর্ছা যাচ্ছেন।
Discussion about this post