Home / দেশ / কসবায় সহপাঠীদের বাধার মুখে বাল্য বিয়ে বন্ধ

কসবায় সহপাঠীদের বাধার মুখে বাল্য বিয়ে বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কসবা উপজেলার শাহপুর আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রীর বাল্য বিয়ে ঠেকাতে তার বিদ্যালয়ের সহপাঠীরা গতকল রোববার (৭ এপ্রিল) দুপুরে ঘন্টাব্যাপী কসবা-কুটি চৌমুহনী সড়ক অবরোধ করে রাখে। ওই সময় প্রায় ১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। জানা যায়, উপজেলার পশ্চিম ইউনিয়নের কালিয়ারা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে শাহপুর আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী নাছিমা আক্তার (১৩) এর সাথে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সৈয়দপুর গ্রামের কুয়েত প্রবাসী এক ছেলের সাথে বিয়ে ঠিক হয়। আজ সোমবার (৮ এপ্রিল) তারঁ আকদঁ বিয়ে হওয়ার কথা ছিল। এ খবর পেয়ে ওই ছাত্রীর সহপাঠীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মেয়েটির অভিভাবককে বাল্য বিয়ে না দিতে অনুরোধ করে। গত রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেয়েটির বাড়িতে গেলে তারঁ অভিভাব শাহজাহান মিয়া দা দিয়ে তাদেরকে দৌড়াতে শুরু করেন। পরে শিক্ষর্থীরা ক্ষিপ্ত হয়ে দুপুরে কসবা- কুটি চৌমুহনী সড়কে অবরোধ করে রাখে। এতে বাস, ট্রাক, ট্রলি ও সিএনজি চালিত অটোরিক্্রা প্রায় ১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কসবা থানার পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসেন ঘটনাস্থলে পৌছে মেয়েটিকে বাল্য বিয়ে দিবে না মর্মে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। মেয়েটির অভিভাবকদের সাথে কথা বলে বিয়ে বন্ধের প্রতিশ্রতি দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে স্কুল ছাত্রীর পিতা থানায় এসে মেয়েকে অপাপ্ত্য বয়সে বিয়ে দিবে না মর্মে মুচলেকা দেয়।

About

আরও পড়ুন...

উত্তর কলীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

উত্তর কলীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ