ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ ইলিয়াছ ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিনের সমর্থিত লোকজনদের সাথে পাল্টা পাল্টি হামলায় সাবেক পৌর কাউন্সিল আহত হওয়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে মেয়রের ছোট ভাই জাহাঙ্গীর আলমকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে কসবা থানায় মামলা হয়েছে। পুলিশ ও এলাকা বাসী সূত্রে জানা গেছে; গত মঙ্গলবার দুপুরে মেয়র মুহাম্মদ ইলিয়াছের চাচাত ভাই আবুদল হাইয়ের ছেলে মোবারক হোসেনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে খারপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে আপন ও পাপ্পুর সংগে দ্বন্ধ হয়। বিকেলে মেয়রের বাড়ি সংলঘœ খারপাড়া গ্রামের কামালের চায়ের দোকানে কামাল উদ্দিনের চাচাত ভাই ও সাবেক কাউন্সিলর মো. নুরুন্নবী দুলাল বসেছিলেন। এ সময় কুডু মিয়া ও ছোটন মিয়াসহ মেয়রের সমর্থিত বেশ কয়েকজন লোকজন সেখানে এলে নুরুন্নব্বী দুলাল বিষয় মিমাংশার প্রস্তাব দেন। এ নিয়ে মেয়রের সমর্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় আহত নুরুন্নবী দুলালে স্ত্রী মনি আক্তার বাদী হয়ে গত মঙ্গলবার রাতে পৌর সভার মেয়রের ছোট ভাই জাহাঙ্গীর আলমকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন; সাবেক পৌর কাউন্সিলর নুরুন্নবী দুলাল আহত হওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলমকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
Discussion about this post