আমরা ভালবাসি মানুষকে এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এলাকায় সামাজিক সংগঠন সবুজ সংঘের আত্নপ্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ সংগঠনটির আত্নপ্রকাশ হয়। উদ্বোধনের দিনেই ২০জন শারীরিক প্রতিবন্ধিকে কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ড দিয়ে প্রতি মাসে ৫শ টাকা করে পাবেন ওই প্রতিষ্ঠান থেকে। প্রতি বছরে পাবেন ছয় হাজার টাকা। উচ্চশিক্ষায় পড়াশুনার জন্য চার শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ৪০ হাজার টাকা। এ ছাড়াও এ বছরের পাচঁজন এস.এস.সি পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে ফরম ফিলাপের টাকা।এ উপলক্ষে কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদীয় উচ্চবিদ্যালয়ে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাড়েরা গ্রামের কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার ও আন্তজার্তিক যুদ্ধাপরাধী ট্রাইবুনালের সদস্য উবায়েদ উল্লাহ। এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর মিজানুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির আহাম্মদ খান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (সামাজিক নিরাপত্তা) মোস্তাফা মাহমুদ সারোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজু আহামেদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, খাড়েরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহআলম, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ,বরিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক, সমাজকর্মী নুরুল ইসলাম প্রমুখ।বক্তব্য রাখেন সবুজ সংঘের সম্বনয়কারী মো. লোকমান হোসেন, প্রথম আলোক কসবা প্রতিনিধি মো. সোহরাব হোসেন,মোঃ আবু হামজা চিকিৎসক আবু হামেদ বাবু প্রমুখ।কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান পদোন্নতির কারনে বদলী হয়েছেন। ওই অনুষ্ঠানে সবুজ সংঘের পক্ষ থেকে হাছিবা খানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
Discussion about this post