এম ইসমাইল হোসেন কসবা প্রতিনিধি : আজ সোমবার ৩ ফেব্রুয়ারী দুপুরে কসবা-কুটি চৌমুহনী সড়কের বিশারাবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ভূইয়া রুপুস (২২) কুটি চৌমুহনী থেকে মোটর সাইকেল যোগে উপজেলা সদরে আসার পথে বিশারাবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় কসবা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুপুস কসবা উপজেলার কাযেমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের আনোয়ার হোসেন ভূইয়ার ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. ইকবাল হোসাইন জানান, মাথায় প্রচন্ড আঘাতের ফলে অতিরিক্ত রক্ত ক্ষরনে ঘটনাস্থলেই সে মারা যায়।
উপজেলা ছাত্রলীগ নেতার মৃত্যুতে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তিনি শোক বার্তায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অপরদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ গভীর শোক প্রকাশ করেন ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Discussion about this post