মো. ইসমাইল হোসেন, কসবা থেকে ॥
শুক্রবার ১৪ জুন ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার মনকাশাইর নামক স্থানে গাছের গুঁড়ি ফেলে ডাকাতিকালে কাউসার মিয়া (৩০) নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
কসবা থানা অফিসার ইনচার্জ মো. বদরুল আলম তালুকদার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ২০-২৫ জনের একটি ডাকাত দল কুমিল্লা-সিলেট মাহসড়কের মনকাশাইর-সৈয়দাবাদের মাঝা-মাঝি স্থানে মধ্যরাতে (প্রায় ২টায়) ডাকাতি করার চেষ্টা করে। এসময় টহলরত পুলিশ টেরপেয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ ডাকতদের উদ্দেশ্যে এক রাউন্ড গুলি করলে ডাকাত কাউসার গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করে।
পুলিশ সাংাবদদিকদের জানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। বর্তমানে সে পুলিশের তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
Discussion about this post