কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটসের ২০১৩ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে সারাদেশের প্রাথমিক পর্যায়ের ১২৭৭ জন শিক্ষার্থীর পর্যায়ে মূল্যায়ন শেশে সম্প্রতি এর ফলাফল প্রকাশ করা হয়। ১০টি অঞ্চলে ৩১৩ জন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তির যোগ্যতা অর্জন করেছে। কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ১৫ জন কাব এর গৌরব অর্জন করে। এরা সবাই কসবা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তন্মধ্যে কসবা পৌরসদরের ইমামপাড়াস্থ বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব সৈয়দ ইমাম প্রতিষ্ঠিত ইমাম প্রি-ক্যাডেট স্কুল ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ ইমাম মুক্ত স্কাউট গ্রুপ থেকে ৯ জন ছাত্র-ছাত্রী শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তির যোগ্যতা অর্জন করে। এরা হল- শেখ মুহতাসিম, পিতা- শেখ কামাল উদ্দিন; মো: উবায়দুর রহমান, পিতা- মো: খলিলুর রহমান; মো: জাহিদ মিয়া, পিতা- মৃত মো: ফরিদ উদ্দিন; মো: জাকারিয়া রাতুল, পিতা- মো: আলমগীর মোল্লা; রিয়াজ উদ্দিন, পিতা- মো: হারুন মিয়া; এস.এম. মাহমুদুল হাসান ভূইয়া, পিতা- মো: গাজিউর রহমান ভূইয়া; হিমালয় চন্দ্র দাস, পিতা- সঞ্জিত চন্দ্র দাস; খাদিজা আক্তার সাথী, পিতা- ইমরান ভূইয়া; সাইমা আক্তার, পিতা- মো: ওবায়দুল হক।
গৌরবময় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনে ইমাম প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠাতা আলহাজ্ব সৈয়দ ইমাম, পরিচালক মো: জয়নাল আবেদীন, ইউনিট লিডার মো: দেলোয়ার হোসেন বাদল, মো: ইব্রাহিম খলিল জসিম তাদেরকে অভিনন্দন জানান। এ পর্যন্ত এ বিদ্যালয় থেকে কসবা উপজেলায় সর্বোচ্চ ৪১ জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে সফলতার ধারাবাহিকতা রক্ষা করেছে।
মো. অলিউল্লাহ সরকার অতুল, কসবা প্রতিনিধি
Discussion about this post