মো. অলিউল্লাহ সরকার অতুল ॥
শনিবার ২৫ মে সকালে কসবা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তাগণ দলের আদর্শ উদ্দেশ্য যথাযথ ভাবে পালনসহ গ্রামের মানুষের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মানুষের ভালবাসা নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে এ আসন থেকে নির্বাচিত করতে হবে। এব্যপারে দলের প্রতিটি নেতা কর্মীকে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান। উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট হারুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদ আদেল। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণাবড়িয়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম মাস্টার, জাপা নেতা মনির হোসেন দেলোয়ার, এম এইচ শাহআলম, মো. জহিরুল হক খান, শওকত রেজা রতন, ফরিদুল ইসলাম. তাজুল ইসলাম পিয়ার, নোয়াব সরদার ও মো. খোরশেদ আলম মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল হক মনির। উপজেলা জাতীয় পার্টির নেতা ও পৌর কাউন্সিলর মো. কামাল উদ্দিন সরকারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, জাপা নেতা এডভোকেট মফিজুল ইসলাম, মো. ফরিদ মিয়া, মো. হুমায়ুন কবির, আনু মিয়া বেনু, হাজ্বি শহিদ মিয়া, মিলন খাঁ, আবুল কাশেম, খোরশেদ আলম মেম্বার, আবু জাহের মাস্টার প্রমুখ।
Discussion about this post