কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি- ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধ গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে বৈঠকে বিজিবি ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারতে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল সালাহ উদ্দিন খালেদ, কসবা উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুল হক ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান,কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ফুল মিয়া, চড়নাল মিরাপুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহাব প্রমুখ।
Discussion about this post