কাজী জহিরুল ইসলামের কবিতা
স্বপ্নবাজ
স্বপ্নগুলোর রঙ ছিল লাল কিন্তু ওটা মরচে
একে একে স্বপ্নগুলো হাত-পা ভেঙে পড়ছে।
হচ্ছে এমন কি করে?
এখন আমি জল ঢালি না স্বপ্নলতার শিকড়ে।
স্বপ্নহীন এক রুক্ষ পথে পা বাড়ালাম আজকে
এই গ্রহে আর আমার মত এমন স্বপ্নবাজ কে?
হলিসউড, নিউইয়র্ক। ৫ এপ্রিল ২০২১।
তুমি এবং আমি
আমি ভোরবেলা
তুমি হাসি হাসি রোদেলা আকাশ
আমি দুঃখ
তুমি অনাবিল দীর্ঘশ্বাস।
আমি প্রতিবিম্ব
দেয়ালে শোভিত তুমি এক নতুন আয়না
সারাদিন সেই ছবি,
আর কোনোখানে সে যায় না।
আমি এই পৃথিবীর এক মামুলি কলম
তুমি ধবধবে শাদা পৃষ্ঠা
আমি আগামীকালের প্রতিশ্রুতি
তুমি সাফল্যের ঠিক নিষ্ঠা।
আমি ঘড়ি
তুমি প্রবহমান সময়
আমি কর্ম
তুমি তার পরিচয়।
আমি জল
তুমি অথৈ বর্ষা,
আমি সূর্যোদয়
তুমি আলোকিত ভোর, ফর্শা।
আমি নিঃশ্বাস
তুমি মূর্ত, অস্তিত্বের কায়া
আমি হেঁটে যাই
তুমি নিরাপদ ছায়া।
হলিসউড, নিউইয়র্ক। ৩ এপ্রিল ২০২১।