Home / প্রবাস / কানেকটিকাটে আসছে বলিউড বাদশা শাহরুখ খান-

কানেকটিকাটে আসছে বলিউড বাদশা শাহরুখ খান-

বাংলা প্রেস, নিউইংল্যান্ড: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউহ্যাভেন শহরে অবস্থিতবিশ্বখ্যাত ইয়েল ইউনিভার্সিটির সম্মানজনক‘চাব ফেলোশিপ’গ্রহণ করতে কানেকটিকাটে আসছেনবলিউড বাদশা শাহরুখ খান। খুব শিগগিরই তিনি ইয়েল ইউনিভার্সিটির সবচেয়ে সম্মানজনক ফেলোশিপ গ্রহন করবেন বলে জানা গেছে। মরগ্যান ফ্রিম্যান,এডওয়ার্ড জেমস এবং রবার্ট রেডফোর্ডের পর বিশ্বের চতুর্থ অভিনেতা হিসেবে শাহরুখ ইয়েল ইউনিভার্সিটির এই ফেলোশিপ গ্রহণ করতে যাচ্ছেন। এপ্রিলের ১২ তারিখ বিশেষ বক্তা হিসেবে ইয়েল ইউনিভার্সিটির আবাসিক‘টিমোথি উইট কলেজ’-এ শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্যও রাখবেন তিনি। এটি হলো ইয়েল ইউনিভার্সিটির সবচেয়ে সম্মানজনক ফেলোশিপ,যা নোবেল বিজয়ী,বিশ্বনেতা এবং শিক্ষাবিদদের দেয়া হয়ে থাকে। ইয়েল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শাহরুখ তার চলচ্চিত্র এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে চাব ফেলোশিপ অর্জনের ক্ষমতা অর্জন করেছেন অনেক আগেই। তিনি তার প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী শিল্পী।আয়োজক কর্তৃপক্ষ জানান, শাহরুখ খান অনেকের আদর্শ এবং অনুপ্রেরণা,তাই তাকে ‘চাব ফেলোশিপ’দিতে পেরে আমরা সম্মনিত বোধ করছি’।

About

আরও পড়ুন...

পরদেশী বন্ধু মহল কুয়েতের উদ্যোগে বনভোজন

পরবাস জীবনের ব্যস্ততার চাপ কাটাতে কুয়েত প্রবাসীদের নিয়ে আয়োজন করা হয় এক প্রাণবন্ত আনন্দ ভ্রমণের। …