টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটি ভর্তি একটি লরি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত চালকের নাম সোহেল রানা (৩০)। সে নওগাঁ জেলার সদর উপজেলার রাজ্জাকপুর গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মিয়া জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বৈদ্যুতিক খুঁটি ভর্তি লরি ট্রাক কালিহাতী উপজেলার আনালের বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ওই চালক নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে লাশ উদ্ধার করে। আইনগত ব্যবস্থা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। খুঁটি ভর্তি লরিটি এখনো খাদেই পড়ে আছে বলে ওইস ইউনুস জানান।
Discussion about this post