মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার উদ্যোগে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় জন স্বাস্থ্য পানি সরবরাহ, স্যানিটেশন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক খসড়া মাষ্টার প্ল্যানের ওপর মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে দেবিদ্বার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কন্সালটেন্ট সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কন্সালটেন্ট সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমান উল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগমসহ আরো অনেকে।
Discussion about this post