মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধিঃ পুর্ব শত্র“তার জের ধরে ২৪ ঘন্টার ব্যবধানে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে খুন হল কলেজ ছাত্র। এসময় এইচসি পরীক্ষাথীসহ ২ জন আহত হয়। গতকাল শনিবার বিকালে মহানগরীর সরকারি মহিলা কলেজ গেইটের সামনে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়, ভিক্টোরিয়া কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী ইমরান তার সহপাটি আরমানকে সাথে নিয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের আসন দেখার জন্য সরকারি মহিলা কলেজের সামনে আসে। এ সময় ইমরানের বান্ধবীর স্বামী নাজমুল হাসানও কলেজের সামনে এসে উপস্থিত হয়। তারা কথা বলার এক পর্যায়ে আকস্মিক নগরীর চর্থা এলাকার রুবেল প্রকাশ দাগী রুবেল, বোতল ফয়সাল ও শাকীল প্রকাশ পেটলা শাকিলসহ ৪/৫ জন যুবক তাদের উপর অর্তকিত হামলা চালায়। একপর্যায়ে দাগী রুবেল ছুরি দিয়ে আরমানের পেটে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়্।ে অপরদিকে ইমরান ও নাজমুল হাসানকে ছুরি দিয়ে আঘাত করে। তাদের আত্মচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে আরমানের বন্ধুরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় আরমানকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তার আরমানকে মৃত ঘোষনা করে। অপরদিকে আহত ইমরান ও নাজমুল হাসানকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নিহত আরমান নগরীর উত্তর গাংচর শাহসুজা মসজিদ রোড়ের হোসেন আহম্মেদের ছেলে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার এস আই কাউসারুজ্জামান টিএসআই নুরনবী উপস্থিত হন। এদিকে খবর পেয়ে আরমানের বাবা হাসপাতালে এসে ছেলের মৃত লাশ দেখে তার আত্মচিৎকারে হাসপাতালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ ব্যাপারে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার জানান, পুর্ব শত্রতার জের ধরে হত্যা কান্ডটি ঘটেছে। তদন্ত সাপেক্ষে মামলা নিয়ে আমরা পদক্ষেপ গ্রহন করব। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
Discussion about this post