মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসের চাপায় সংবাদকর্মীসহ ৩ জন নিহত হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়- গতকাল শুক্রবার সকাল ৭টায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ১৪-০৮১৬) ঢাকা থেকে কুমিল্লাগামী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে সংবাদকর্মী ও কলেজ ছাত্রীসহ ৩ জন নিহত হয়। এ সময় যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। পরে স্থানীয় এগিয়ে এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে যাত্রীবাহী বাসের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। নিহতরা হলেন দৈনিক আমাদের সময় পত্রিকার অফিস সহকারী শুলশানের শাহজাদপুর বাঁশতলা এলাকার কালু মিয়া সিকদারের ছেলে মো. হিরণ (২৪), একই পত্রিকার অফিস সহকারী ঢাকার রামপুরা এলাকার ফিরোজ মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৫)ও রাজধানীর তিতুমীর কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ঢাকার গুলশানের জিপি-খ ১৫ শাহজাদপুর এলাকার জাকির হোসেনের ছেলে মাহবুব হোসেন দিনার (১৮)। নিহত শাকিল আহমেদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর গ্রামে। হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ ও ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।
আরও পড়ুন...
বেনাপোলে এতিম শিক্ষার্থীদের মাঝে খবার মাস্ক ও কম্বল বিতরণ
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ‘লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশসেরা …