মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি- কুমিল্লা মহানগরীর ঐতিহ্যবাহী আওয়ার লেডী অব ফাতিমা গার্লস স্কুলের দুই শিক্ষককে এসিডে ঝলছে দিয়েছে মুখোশধারী দুবৃর্ত্তরা। গতকাল শনিবার দুপুরে দেড়টায় স্কুলের কাছে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা যায়, আওয়ার লেডী অব ফাতিমা গার্লস স্কুলের পরীক্ষা থেকে দুপুর দুইটায় বাড়িতে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা মোটা ইনজেকশন সিরিজের মাধ্যমে নগরীর চৌধুরী পাড়ার আবু তাহের মোল্লার পুত্র আল আমিন (২৮) ও একই স্কুলের জসীম উদ্দিন (২৫) কে এসিড দিয়ে ঝলসে দিয়েছে। এ সময় কুমিল্লা প্রধান ডাকঘরের সামনে হেলমেট পড়া দুই মুখোশধারী মটর সাইকেল আরোহী স্কুলের কয়েক গজের মধ্যে দুই শিক্ষকের মুখে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এসিড দগ্ধ জসীম উদ্দিন ওই স্কুলের ইংরেজী শিক্ষক। তার বাড়ি চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলায় এবং আল আমীন অংকের শিক্ষক । ব্রাহ্মনবাড়ীয় জেলার কসবা উপজেলায়। আহতরা জানান,তাদের সাথে কারো কোন শত্র“তা বা বিরোধ নাই। দুইজনই চৌধুরীপাড়ার একটি বাসায় ভাড়া থাকেন। এ ঘটনায় বিদ্যালয়ের সকল শিক্ষকরা আকঙ্কগ্রস্থ। প্রধান শিক্ষিকা ষ্টিার মেরী শিখা কিছু বলতে অপরাগতা জানান। তবে কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৭ জনকে কারাদন্ড
মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি ২১ এপ্রিল ২০১২
কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক সেবন করে নগরীতে প্রবেশ করার সময় অভিযান চালিয়ে ৭ মাদক সেবনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার দুপুরে পৃথক অভিযানে তাদেরকে আটক করেছে। পুলিশ জানায়- মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকায় মাদক বিক্রেতার কাছ থেকে মাদক সেবন করে নগরীতে প্রবেশ করার সময় কোতয়ালী মডেল থানার এসআই শাহজাহান সন্দেহভাবে ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে-কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকার আলী আকবরের পুত্র রনি (২০), মেহের আলীর পুত্র মাসুক (১৯), মফিজুল ইসলামের পুত্র কাউসার (২০), সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর এলাকার মোজাম্মেল হকের পুত্র মো সেলিম আহমদ (১৮), নগরীর ছোটরা এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র কালাম হোসেন (২০), নিশ্চন্তপুর এলাকার কালাম আঃ রহিমের পুত্র কালাম হোসেন (১৮), একই এলাকার মোঃ শাহআলম। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকালে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ
মোঃ হাবিবুর রহমান খান,কুমিল্লা প্রতিনিধি ২১ এপ্রিল ২০১২
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে রোববার হরতাল ঢেকেছে বিএনপি। কুমিল্লা নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হয়ে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্য্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। রোববারের হরতাল সফল করতে গতকাল শনিবার বিকালে কুমিল্লা (দ.) জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্বে দেন- কেন্দ্রীয় বিএনপি’র সহসভাপতি ও জেলা সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, জেলা বিএনপি’র সহসভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা শহর বিএনপির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ, কোতয়ালী থানা বিএনপির সভাপতি এড. আলী আক্কাস, শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুবদলের সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মজিবুর রহমান কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মোমেন, জেলা বিএনপি’র সহ প্রচার সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা ছাত্রদল সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাওর রহমান ছুটি, যুব বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ, শহর বিএনপির নেতা মুজিবুর রহমান ফরহাদ, আব্দুল জলিল, সেতু চৌধুরী, মনির হোসেন নান্নু, মামুন, জেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, সামছুল আলম টিপু, কোতয়ালী ছাত্রদলে আহবায়ক নুরুল করিম, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন পারভেজ, এ.কে.এম শাহেদ পান্না, আশিকুর রহমান রানা, কোতয়ালী থানা ছাত্রদলে যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মামুন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক এনামুল হক সবুজ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রায়হান চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন অবিলম্বে এম ইলিয়াস আলীকে উদ্ধার করা না হলে ছাত্রদল ব্যপক গণ আন্দোলন গড়ে তুলবে।
Discussion about this post