মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় এক দিনে পৃথক ২টি খুন হয়েছে। গতকাল সোমবার চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলায় এ দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। জানা যায়- গতকাল সোমবার সকালে কুমিল্লা চৌদ্দগ্রামের সীমান্তবর্তী কাইচ্ছুটি গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে করিম নামের এক জন খুন হয়েছে। চৌদ্দগ্রাম থানার পরিদর্শক মোজ্জাম্মেল হক (০১৭১৩৩৭৩৬৮৬) জানায়, সোমবার সকালে মাদক ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার জের ধরে চৌদ্দগ্রামের কাইচ্ছুটি এলাকায় করিম (৩০) নামের এক মাদক ব্যবসায়ী খুন হয়েছে। চৌদ্দগ্রাম থানা পটুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এদিকে কুমিল্লার বুড়িচংয়ের পাঁচকিত্তা গ্রামে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ৩ মাস বয়সী ছেলেকে আঁছাড় দিয়ে হত্যা করলেন পাষন্ড পিতা । গতকাল সোমবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক পিতা পলাতক রয়েছে।নিহত সন্তানের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ জানায়, পাঁচকিত্তা গ্রামের প্রবাস ফেরত আলী আজ্জম তার ভাইয়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লাগে। এতে তার স্ত্রী সুমী আক্তার বাঁধা বাঁধা দিলে আলী আজ্জম প্রথমে সুমী আক্তারকে থাপ্পর মারে পরে তার কোল থেকে ৩ মাস বয়সী শিশুপুত্র সিফাত হাসানকে টেনে নিয়ে পর পর দুইবার মাটিতে আঁছাড় দিয়ে গুরুতর আহত করে।সাথে সাথেই সিফাতের মা তাকে অচেতন অবস্থায় কুমিল্লা ইষ্টর্ণ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর মা সুমী আক্তার বাদী হয়ে তার স্বামী আলী আজ্জমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
Discussion about this post