(হাবিবুর রহমান; মুরাদনগর, কুমিল্লা) : কুমিল্লা মহানগরীর নতুন চৌধুরীপাড়া এলাকায় স্কুল শিক্ষার্থীর ছুরিকাঘাতে নবম শ্রেণীর ছাত্র খুন হয়েছে। সোমবার রাত ১১টায় কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে একই স্কুলের শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে জাকারিয়া (১৩)কে ছুরিকাঘাত করে। এ সময় জাকারিয়াকে বাঁচাতে এসে অপর এক শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ জানায় – সোমবার রাত ১১টায় নতুন চৌধুরী পাড়ায় মর্ডাণ স্কুলের সপ্তম ও অষ্টম শ্রেণীর কয়েকজন ছাত্র জাকারিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে জাকারিয়াকে ছুরিকাঘাত করে। এ সময় জাকারিয়াকে বাঁচাতে অপর ছাত্র তাহসিন ও আহত হয়। পরে তাদের আত্মৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অন্যান্য ছাত্ররা পালিয়ে যায়।
এলাকাবাসী আহত স্কুল ছাত্র জাকারিয়া মুমুর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। অপর আহত তাহসিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত জাকারিয়া আবদুল হালিমের ছেলে। তাদের গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায়। জাকারিয়া নতুন চৌধুরীপাড়ায় ভাড়া বাড়িতে থেকে মর্ডাণ স্কুলে পড়াশোনা করে। সে নবম শ্রেণীর ছাত্র। নিহত জাকারিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Discussion about this post