রফিকুল ইসলাম রানা, বাংলার বার্তা:কুয়েতের বিভিন্ন স্থানে আনন্দ উদ্দীপনায় বৈশাখী উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশীরা।শুক্রবার (৩০এপ্রিল)সালমিয়া সাগরের তীরে অসস্থিত রিজায়েত ভিলা এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। বৈশাখী উদযাপন কমিটি,কুয়েত’র উদ্যোগে,অনুষ্ঠিত মেলায় সকাল থেকেই অনুষ্ঠানে এসে জড়ো হয় এবং বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সাথে প্রবাসীরা। ভিন্ন ভিন্ন ভাবে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন করা হলেও কোথাও আনন্দের কোন কমতি ছিলনা। সবাই যার যার মত বৈশাখী আনন্দ ভাগ করে নেন এবং পান্তা ইলিশ খান।
শুক্রবার সকাল থেকেই সালমিয়া রিজায়েত ভিলা সাগরের পারে মহা ধূমধামে দিনটি নানা রকম কর্মসুচির মধ্য দিয়ে উদযাপন করেন কুয়েত প্রবাসীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এস,এম,মাহাবুবুল আলম(চার্জ দ্যা এ্যফেয়ার্স বাংলাদেশ দূতাবাস,কুয়েত)
কুয়েতের সামাজিক,রাজনৈতিক ব্যবসায়িক এবং বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
এ সময় বিভিন্ন চ্যানেল ও পত্রপত্রিকার প্রবাসী সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
Discussion about this post