
যারা আল্লাহকে ভয় করেন, নিজেদের আত্মসম্মানবোধ আছে, তাদের হাতে ক্ষমতা দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে, দূর্নীতি মুক্ত উন্নয়নশীল দেশ গঠন সম্ভব বলে মত ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার নেতৃবৃন্দের। শুক্রবার দলটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দলের নেতারা। ফরওয়ানিয়া সেফ নওশাল রেষ্টুরেন্টে সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আইয়ুব নতুন কমিটির সভাপতি পদে শায়খ আব্দুল্লাহ আল হারুন এবং সেক্রেটারি শায়খ আব্দুর রহমান জামী সহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন। মাওলানা নুরুল আমিন ও গোলাম সারওয়ার সিরাজীর যৌথ সঞ্চালনায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ ।
প্রধান অতিথির বক্তব্যে আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গতিশীল ও ন্যায়নীতির সংগঠন, এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে,একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার আহবান জানান,এবং কুয়েত শাখার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আইয়ুব বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে তাদের শপথ বাক্য পাঠ করান। কমিটির নতুন দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি শায়খ আবদুল্লাহ আল হারুন, সহ-সভাপতি শায়খ ইসমাইল আল হাবিব, মাওলানা আনসার আলী, হাফেজ মোহাম্মদ আবদুল আজিজ, মাওলানা আবু বকর সিদ্দিক, সেক্রেটারী শায়খ আবদুর রহমান জামি, জয়েন্ট সেক্রেটারী মাওলানা গোলাম সরোয়ার সিরাজী, এসিস্টেন্ট সেক্রেটারী এম.এম. ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আমিন, প্রচার ও দাওয়াহ্ বি: সম্পাদক হাফেজ মোহাম্মদ শেখ ফরিদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ মাসুম, অর্থ ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জোবায়ের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ জামিল হাসান, শিক্ষা ও সংস্কৃতি বি: সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, আইন ও মানবাধিকার বি: সম্পা: মাওলানা নুরুল হুদা, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক একে.এম. জুয়েল মিয়া, মহিলা ও পরিবার কল্যাণ সম্পা: মোতালেব হোসাইন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী আবু হানিফা এরশাদ, প্রবাসী কল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ রায়হান, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ সোহেল, শিল্প ও বাণিজ্য বি: সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল বশর সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ লোকমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন সহ প্রচার ও দাওয়াহ্ বি: সম্পা: হাফেজ মোহাম্মদ ফয়সাল, সহ দপ্তর সম্পাদক মাওলানা আবদুল কাইউম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ মো: আমিনুল ইসলাম, দারসুল কুরআন মাওলানা আবদুল হামিদ, সদস্য হাফেজ জাকির হোসাইন, আবদুল খালেক, মোহাম্মদ নুরুন্নবী মোহাম্মদ ইকবাল, মুহাম্মদ আবদুল বারেক প্রমুখ।

Discussion about this post