কুয়েত প্রতিনিধি আল আমিন রানাঃ জাতীয় সমাজতান্ত্রিক দল জে.এসডি সমর্থক ফোরাম কুয়েত কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৪ই জুলাই কুয়েত হায়াত হোটেলে আলোচনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মোহাম্মদ হোসাইন’র পবিত্র কুরআন থেকে তেলোয়াত’র মধ্যদিয়ে অনুষ্ঠান সূচনা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জে.এস.ডি সমর্থক ফোরাম কুয়েত’র সভাপতি সাহাব উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শহীদ ইসলাম পাপুল ম্যানেজিং ডাইরেক্টর, সি.ই.ও মারাফি কুয়েতিয়া গ্রুপ, বোর্ড অফ ডাইরেক্টও, মেম্বার অফ ই.সি কমিটি এন.আর,বি কমার্সিয়াল ব্যাংক। সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জিন্না’র উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহন করেন প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি কুয়েত, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র সভাপতি ফয়েজ কামাল, কান্টি ম্যানেজার বাংলাদেশ বিমান এয়ার লাইন্স দিবাকর দেওয়ানজী, ড.শাহজাহান বিশিষ্ট ফার্মাসিষ্ট প্রমুখ। এছাড়া বিএনপি,আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতৃবন্দ, সামাজিক, সাংস্কৃতিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা, দোয়া ও ইফতার মাহ্ফিলে বক্তব্য রাখেন মোঃ হারুন ওর রশিদ সহ-সভাপতি জে.এসডি সমর্থক ফোরাম কুয়েত, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবসহ অনেকে। সভাপতির শুভেচ্ছা বক্তব্যে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে হাফেজ খুরশেদ আলম প্রবাসী বাংলাদেশীসহ সারাবিশ্বে মুসলিম জাহানের সকলের জন্য বিশেষ দোয়া করেন এবং ইফতার পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post