কুয়েত প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজানুর রহমানঃ কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগ ফরওয়ানিয়া মহানগর শাখার উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । বারাক আল খাইতান হোটেলে আওয়ামী লীগ ফরওয়ানিয়া মহানগর শাখার সভাপতি আমিনুর রহমান বাদল এর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল আলম। অনুষ্ঠানে আবদুর রহমান, মিনাল কান্তী সরকার সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক শাখার অসংখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আবৃত্তি শিল্পী কবি কামরুজ্জামান বাবু কবিতা আবৃত্তি করেন । সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও জননেত্রী শেখ হাছিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
Discussion about this post