কুয়েত প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় কুয়েতে
বাংলাদেশ দূতাবাসে স্বাদীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত সহ দূতাবাসের
অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। সভার শুরুতে
বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে
শোনানো হয়। এর পর প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুর জীবনীর উপর একটি
প্রামাণ্যচিত্র।
প্রথম সচিব এম.এ.জলীল এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাস
প্রধান কে.এম.আলী রেজা। সে সময় বি.এম.সি. সদস্য বৃন্দ, বিভিন্ন সামাজিক,
সাংস্কৃতিক, রাজনীতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য প্রবাসী
উপস্থিত ছিলেন।
দূতাবাস প্রধান কে.এম.আলী রেজা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে
তুলতে বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ জাতীর
শান্তি কামনা সহ সকল শহীদের রুহের মাগফেরাত নাজাত কামনায় দোয়া করা হয়।
Discussion about this post