মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনাঢ্য তেল সমৃদ্ধ দেশ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী মেজর জেনারেল আবদুল্লাহ ইসা আল রাজয়ীব সাতাত্তর দেশের দূতাবাসের কল্যাণ প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের বাংলাদেশ দূতাবাস কুয়েতের কল্যাণ প্রতিনিধি তৌহিদুল ইসলাম মজুমদারকে তার নীতিনৈতিকতা আন্তরিকতা ও কুয়েত সরকারকে সর্বরকমের সহযোগিতার পুরস্কার স্বরূপ আন্তর্জাতিক মানের এ্যাওয়ার্ড প্রদান করেন। দক্ষিণ এশিয়া, এশিয়া ইউরোপ আফ্রিকার ডিপ্লোমেটিক কমিউনিটির মধ্যে তৌহিদুল ইসলাম মজুমদার কুয়েত সরকারের একজন পরিশুদ্ধ মহতী ডিপ্লোমেটিক। এর পূর্বে এতবড় অর্জন দক্ষিণ এশিয়ানর কোন দূতাবাসের কল্যাণ প্রতিনিধি অর্জন করতে পারেনি। উল্লেখ্য যে তৌহিদুল ইসলাম মজুমদার ফেনী সদরের অধিবাসী হলেই জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামের হালিশহর বি ব্লকে।
কুয়েতে বিরল সম্মানের অধিকারী হলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তৌহিদ (sonalisandwip.com)
Discussion about this post