কুয়েতস্থ প্রবাসী বাংলাদেশী নারীদের উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় পিঠা উৎসব ২০১৫
জানুয়ারি ১৭, ২০১৫
কুয়েত, শীর্ষ সংবাদ
215 Views

আল আমিন রানা ঃ কুয়েত প্রতিনিধি: বাঙালী এমনিতেই উৎসব প্রিয়। আর যেকোন উৎসব আমেজ পিঠা থাকাটা আমাদের হাজার বছরের আবহমান বাঙালিদের নিজস্ব সংস্কৃতি। আর সে সংস্কৃতি কে প্রবাসের মাটিতেও বাংলাদেশী নারীরা শত ব্যবস্ততার মাঝেও ধরে রাখেন। “নানা জাতের কত পিঠা খেতে লাগে ভারি মিঠা” বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কুয়েতস্থ প্রবাসী বাংলাদেশী নারীদের উদ্যোগে কতকাল শুক্রবার ১৬ই জানুয়ারি ২০১৫ কুয়েতস্থ আল-দাসমা হাসান আবুল স্পোর্টস ষ্টেডিয়ামে আবহমান বাংলার পৌষ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের প্রধান আকর্ষণছিলো ঐতিহ্যবাহী পিঠেপুলি। অনুষ্ঠান উদ্বোধন করেন পিঠা উৎসবের প্রধান অতিথি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্টদূত মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি.পিএসসি। আরো উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল নাসিমূল গনি এনডিসি, পিএসসি,সহ কুয়েতের বিভিন্ন রাজনৈতিক সমাজিক বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও ইকেট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। পিঠা উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের মজাদার স্বাদের প্রায় ৪৫ থেকে ৫০ রকমের পিঠা স্টল গুলোতে দেখা গেছে। এসব পিঠার নামগুলো যেমন বাহারি খেতেও তেমন মজা। অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে শত-শত নারী পুরুষ পিঠা উৎসব ২০১৫ অনুষ্ঠানটি উপভোগ করতে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য কুয়েত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি লোকে-লোকারণ্য হয়ে গিয়েছিলো।