আল আমিন রানা ঃ কুয়েত প্রতিনিধি: ১৫ আগষ্ট ২০১৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪০তম শাহাদৎ বার্ষিকীতে সারা দেশের মত কুয়েস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। কুয়েতস্থ খালদিয়া বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করেন মান্যবর রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তা এবং সর্বস্থরের কমিউনিটির নেতৃবৃন্দের নিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন,্এনডিসি.পিএসসি (অবঃ) কাউন্সিলার ও দূতালয় প্রধান এস.এম মাহাবুবুল আলম এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীর পিতার সম্মানে ১মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। সেই সাথে মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরারাষ্ট্রপ্রতিমšী¿’র শোক বার্তা পাঠ করে উপস্থিতিদের শুনান। জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে কুয়েত’র বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্ব-পরিবারের নিহতদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়,এবং উক্ত অনুষ্ঠানে শোক দিবসের বিশেষ আলোচনা করা হয়। পরিশেষে মান্যবর রাষ্ট্রদূত এর বানী পাঠের মাধ্যমে এবং প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
Discussion about this post