Home / কুয়েত / কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান (এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,জি) ২৭শে আগস্ট
বৃহস্পতিবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ডক্টর আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুদেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম ও সুগভীর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করেন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্রের অনুলিপি গ্রহণ করেন এবং কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান নিয়োগপ্রাপ্ত হন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের ভূমিকা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর ভুমিকার কথা স্মরণ করেন।

এছাড়াও যুদ্ধপরবর্তী সময়ে কুয়েত পুর্নগঠনে বাংলাদেশের সহযোগিতার কথা উল্লেখ করার পাশাপাশি নবনিযুক্ত রাষ্ট্রদূতের মেয়াদকালীন সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ডক্টর আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ।

About admin

আরও পড়ুন...

কুয়েত প্রবাসী সংগঠক প্রয়াত এজাজুর রহমান জুনেলের জন্য দোয়া ও শোকসভা

কেন্দ্রীয় জালালাবাদ এসোসিয়েশন এর আজীবন সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এজাজুর রহমান …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ