ছাদেক রিপন, নিজস্ব প্রতিনিধি:: কুয়েতে বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত জিলিব আল সুয়েক হাসাবিয়ায় মসজিদ নাসির আলহামাদ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৫ জুন ভোর ৫ টায় একযোগে কুয়েতের সকল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কুয়েত সরকারের অনুমোদিত এই মসজিদ সহ ১৩ টি মসজিদে বাংলা খুৎবা পাঠ করা হয়।
রবিবার ফজরের নামাজ হতে মুসল্লিদের ভীড় বাড়তে এই ঈদের জামাতে প্রায় ২৫ হাজার মুসল্লি এক সাথে ঈদের জামাত আদায় করেন। মসজিদের মাঠে আসপাশ ও রাস্তায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মুসল্লি। নামে। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কুয়েত সরকার পুলিশ মোতায়েন করেছে।
এখানে ছাড়াও কুয়েতের যে বাঙালি অধ্যষিত এলাকায় বাংলা খুৎবা পাঠ করা হয়। কুয়েতের মাহবুল্লা, মুরগাব সহ একাধিক মসজিদে বাংলায় খুৎবা পড়া হলেও হাসাবিয়ার মুসল্লির সংখ্যা সবচেয়ে বেশি হয়। এবারের ঈদের জামাত পড়ান মাওলানা আব্দুর রব সরদার। কুয়েতে বাংলা খুৎবা শুনতে ও সবচেয়ে বড় জামাতে ঈদের নামাজ আদায় করতে কুয়েতের বিভিন্ন জায়গা হতে বাঙালি, পাকিস্তানি, ভারত ও মিসরি মুসল্লিরা শরীক হন।
Discussion about this post