কুয়েতে আবদালি অঞ্চলে মর্মান্তিক অগ্নিকাণ্ড, নিহত তিন বাংলাদেশি, আহত একাধিক প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। শুক্রবার দিবাগত মধ্যরাত আনুমানিক ১টার দিকে শনিবার ভোরে আবদালি অঞ্চলে কৃষি কর্মে নিয়োজিত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।ঐ খানে প্রায় ২০ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিক বসবাস করতো বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা না গেলেও ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন সিলেট জেলার, গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের খুরশিদ আলী (৪৮), মৌলভী বাজার জেলার জুড়ি উপজেলার মাগুরা গ্রামের কামাল উদ্দিন (৫১), সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামের মোহাম্মদ ইসলাম (৩২) ।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান, শ্রমকাউন্সিলর আবুল হোসেন ।বাংলাদেশ দূতাবাস নিহতদের লাশ দ্রুত দেশে প্রেরণ ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান ।
Discussion about this post