মোহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত।বাংলাদেশ আওয়ামী লীগ’র ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়েত সিটির রাজধানী হোটেলে গত ১২ জুলাই বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক আকবর হোসেন। সদস্য সচিব মাঈন উদ্দিন মঈন’র শৈল্পিক উপস্থাপনায় সভামঞ্চে সম্মানীত অতিথি হিসেবে আসন গ্রহণ করেন বাংলাদেশ প্রবাসী ব্যবসায়ী সমিতি (বিবা) কুয়েতের সধারণ সম্পাদক লুৎফর রহমান (মুখাই আলী), আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান, আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম ভুলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ মাসুদ করিম। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। কোরআন তেলোয়াত করেন তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, এরপর বক্তব্য রাখেন যথাক্রমে আহ্বায়ক কমিটির সদস্য নুর হোসেন, নুরুজ্জামান, আলাউদ্দিন, নজরুল ইসলাম, কবির হোসেন, সামসুল ইসলাম, জাহিদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ করিম, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, আওয়ামী ফাউন্শেনের সভাপতি রফিকুল ইসলাম ভুলু, কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান, বিবা কুয়েত এর সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সভার সভাপতি আকবর হোসেন।
বক্তারা অবিলম্বে একটি শক্তিশালী আওয়ামী লীগের কমিটি গঠনের উপর জোর দিয়ে বলেন কুয়েতে এই মুহুর্তে সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ আওয়ামী লীগ’র কমিটি গঠন করে বর্তমান সরকার এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিকে সার্বিক সহযোগীতা করতে হবে। সভাপতি আকবর হোসেন তার বক্তব্যে বলেন যত দ্রুত সম্ভব কুয়েতে একটি শক্তিশালী আওয়ামী লীগ গঠন করা হবে যার নেতৃত্বে থাকবেন সৎ, যোগ্য ও আওয়ামী লীগের জন্য নিবেদিত ব্যক্তিদের সমন্বয়ে। অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ থেকে টেলিফোনে দিক নির্দেশনা মূলক ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীপ হুইপ উপাধক্ষ্য আব্দুস সহিদ। ৬৩তম জন্মদিনের কেক কাটেন উপস্থিত সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের এবং কুয়েতের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীক ও সাংবাদিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post