মুহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত– গণতন্ত্রের মানুষ কন্যা, দেশরতœ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত’র উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭মে ২০১২ কুয়েতস্থ সিটি রাজধানী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলোয়াত’র মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত’র সভাপতি আবুল কালাম আজাদ। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র ভারপ্রাপ্ত সভাপতি জাফরুজ্জামান লাল। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ কুয়েত’র সদারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিয। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত’র সাধারন সম্পাদক শামসুল হক’র উপস্থাপনায় বক্তব্য রাখেন জাফরুজ্জামান লাল, হাবিবুর রহমান, রবিউল আলম, ফয়েজ কামাল, আবুল কাশেম, জালাল উদ্দিন বাদল, মোহাম্মদ ইসমাইল, আলী আব্দুল আহাদ, মোহাম্মদ হানিফ, সালাউদ্দিন, বেলালউদ্দিন, মোহাম্মদ মুছা, রাশেদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন- ১৮ দলীয় জোট বিরোধী দল যুদ্ধাপরাধী বিচার নসাৎ করার জন্য পায়তারা করছে, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। যুদ্ধাপরাধী বিচার কেউ ঠেকাতে পারবে না। প্রধান বক্তা বলেন- বিরোধী দলীয় নেত্রী বলেন- নিজাম, মুজাহিদ, গোলাম আযম, কামরুজ্জামান এরা নাকি যুদ্ধাপরাধী নয় তাহলে যুদ্ধাপরাধী কে? জিয়াউর রহমান না আপনি? আপনারা যতই াআন্দোলন করেন যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতেই হবে। জননেত্রী শেখ হাসিনার মহাজোট সরকার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আর আপনারা বাঁধা গ্রস্থ করতেচান। বাঁধাগ্রস্থ করতে চেষ্টা করবেন না। দেশের জনগনের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন...
কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা
কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …