মঈন উদ্দিন সরকার সুমনঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি মন্ডলীর প্রবীন সদস্য মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান চৌধুরী বাবু এম.পি’র ইন্তেকাল উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কর্তৃক কুয়েত সিটির একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি মোঃ সাদেক হোসেন এর সভাপতিত্বে ও মোঃ কামরুজ্জামান টিটো’র সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কুয়েত শাখার উপদেষ্টা রবিউল আলম রবি, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান লাল, সহ সভাপতি জালাল উদ্দিন খান বাবুল ও আবুল কাশেম। বলিষ্ঠ এই নেতার জীবনি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাক আলী ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ নজরুল ও আলী আবদুল ওয়াহীদ, মোঃ জাহাঙ্গীর আলম সহ সভাপতি জাতীয় শ্রমীক লীগ, মোঃ সামশুল আলম স্বেচ্ছা সেবক লীগ, আবদুল খালেক সহ সভাপতি যুব লীগ। আরো বক্তব্য রাখেন আহাদ আলী, কাজী মিজান, হারুন অর রশীদ প্রমুখ। মরহুমের বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা সহ তার শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। সভা শেষে মাওলানা আবু বকর দোয়া পরিচালনা করেণ।
Discussion about this post