Home / প্রবাস / কুয়েতে ঈদ উত্তর সৌহার্দ বিনিমিয় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কুয়েতে ঈদ উত্তর সৌহার্দ বিনিমিয় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মঈন উদ্দিন সরকারঃ কুয়েত সিটির একটি হোটেলে সমন্বিত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কর্তৃক আয়োজিত প্রবাসে ঈদ এর আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উত্তর সৌহার্দ বিনিমিয় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। হাজী জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেপিকো ম্যানেজার মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ আলী আজম, নোয়াখালী সমিতির উপদেষ্টা ফয়েজ কামাল, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও একুশে টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার, মদিনার পথে পাঠক ফোরামের সভাপতি আলী আবদুল ওয়াহীদ, সমাজ কল্যাণ সমিতির সভাপতি আবদুল কাদের মোল্লা। বক্তরা আয়োজকদের ভুয়সী প্রশংসা করেন, শত কর্মব্যাস্ততার মধ্যে বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা প্রবাসীদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক শেখ এহসানুল হক খোকনের ও কান্ত পথিকের শৈল্পীক সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী কামরুজ্জামান বাবু, ভদ্র চন্দন, শাহ সুমন রাহাত, কান্ত পথিক, মাহবুল আলম লিটন। আলোচনা করেন আল আমিন চৌধুরী স্বপন সম্পাদক পদক্ষেপ, ওমর ফারুক জীবন সম্পাদক শিখর, মোহাম্মদ আলী। গান পরিবেশন করে ফাতেমা, মানিক সহ সংগঠনের সদস্য বৃন্দ। অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক, সাংবাদিক সংগঠনের অসংখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ সহযোগিতায় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, কুয়েত শাখার নেতৃবৃন্দ।

About

আরও পড়ুন...

কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে পুরস্কৃত সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী

কুয়েত থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের পুরস্কৃত করার মধ্য  দিয়ে কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। …

error: Content is protected !!