আল আমিন রানা, কুয়েত প্রতিনিধিঃ উৎসাহ উদ্দীপনায় কুয়েতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঈদ আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা কুয়েতস্থ আব্বাসিয়া মেরিনা হলে অনুষ্ঠিত হয় গত ২৪ শে জুলাই ২০১৫। কমিউনিটির প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ স্কুল কমিটির চেয়ারম্যান শহীদ ইসলাম পাপুল এর সভাপতিত্বে ও নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েত’র রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন, এনডিসি, পিএসসি (অবঃ)। বিশেষ অতিথি ছিলেন মিসেস ফারহা আস্হাব চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সাদেক হোসেন, প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, শেখ আকরামুজ্জামান প্রমুখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন মোঃ আক্তারুজ্জামান,আবুল হোসেন এনাম, আজিজুর রহমান মিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন, এনডিসি, পিএসসি (অবঃ) সকল বাংলাদেশীদের উদ্দেশ্য করে বলেন-আপনারা স্ব স্ব ক্ষেত্রে প্রবাসের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল রাখার চেষ্টা করবেন। সেই সাথে কুয়েত সরকারের আইন কানুন মেনে চলতে স্বচেষ্ট থাকবেন। এদেশের আইনে নিষ্দ্ধি কোন কাজে লিপ্ত হবেন না, তিনি আরো বলেন- প্রবাসী শ্রমিকসহ যে কেউ অসুবিদা পড়লে দ্রুত দূতাবাসের অবহিলত করার আহ্বান জানান। আর যারা ভিসা নিয়ে ব্যবসা করেন তাদের সর্তকতা অবলম্বন করার ও তাগিদ দেন। অনুষ্ঠানের সভাপতি আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন, এনডিসি, পিএসসি (অবঃ) বিভিন্ন কার্যকক্রমের ভূয়সী প্রশংসা তুলে ধরেন।
কয়েক হাজার দর্শক সমাগমে হলটি কনায় কনায় পরিপূর্ণ হয়ে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানে কুয়েতের সুনামধন্য সঙ্গীত ও নৃত্য শিল্পী বৃন্দের অংশগ্রহনে অনুষ্ঠানটি উপভোগ করতে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য কুয়েত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠাস্থলটি লোকে-লোকারণ্য হয়ে গিয়েিেছল। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুয়েত প্রবাসী সাংবাদিকদের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কমিউনিটির প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ স্কুল কমিটির চেয়ারম্যান শহীদ ইসলাম পাপুল ক্যামেরা প্রদান করে বিশেষ সম্মাননা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন, এনডিসি, পিএসসি (অবঃ) এর হাত থেকে সম্মাননা গ্রহন করেন-কামরুল হাসান বাবলু,বাংলাভিশন কুয়েত প্রতিনিধি-শরিফ মোহাম্মদ মিজানুর রহমান ,সম্পাদক মদীনার পথে ও এশিয়া টিভি কুয়েত প্রতিনিধি, মঈন উদ্দিন সরকার সুমন,সভাপতি-বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ও একুশে টিভি কুয়েত প্রতিনিধি, মুহাম্মদ জালাল উদ্দিন,আরটিভি কুয়েত প্রতিনিধি ও যুগ্ন সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি,আল আমিন রানা,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ও দৈনিক ইয়াদ কুয়েত প্রতিনিধি- শেখ এহসানুল হক খোকন, সাধারণ সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ও খবর ব্যুরো প্রধান প্রবাস মেলা কুয়েত প্রতিনিধি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মানে স্থানীয় শিল্পবৃন্দ দেশাত্মবোধক, আধুনিক ও ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান আয়োজনে ছিলেন কুয়েত প্রবাসী বাংলাদেশীদের পক্ষে ঈদ অনন্দ উৎসব উদ্যাপন কমিটি।
Discussion about this post