কুয়েতে এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত সাদেক রিপন ,নিজস্ব প্রতিনিধি:: বীর চট্টলার সিংহপুরুষ গণ মানুষের নেতা চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী কুয়েত। বৃহস্পতিবার ১১ জানুয়ারি কুয়েত সিটি স্থানীয় একটি হোটেলে রাত ৯ টায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী কুয়েত সভাপতি সামশুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছার সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুয়েতে আওয়ামী লীগের আহবায়ক, কুয়েত বঙ্গবন্ধু স্কুলের সভাপতি কাজী শহিদ ইসলাম পাপুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোয়েজ আহম্মদ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম কুয়েত যুবলীগের আহবায়ক ইমাম উদ্দিন বাদল, আওয়ামী লীগ নেতা সাদেক হোসেন,কুয়েত আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, , ভূঁইয়া,ওসমানী স্মৃতি পরিষদ কুয়েত শাখার সভাপতি মুরাদুল হক চৌধুরী মুরাদ, মিউজিক অ্যাসোসিয়েশন ভূমিকার প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম, মঞ্জু, আবু তাহের, টিপু, মান্নান, প্রমুখ। স্মরণ সভায় এই বর্ষিয়ান ত্যাগী ও গণ মানুষের নেতা মহিউদ্দিন চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্ম কান্ড ও দলের প্রতি ভালবাসা অবদান উল্লেখ করেন। তার মৃত্যুতে দলের এবং চট্টগ্রামবাসীর যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয় বলেন বক্তারা। পরিশেষে মাওলানা মাহবুর আলমের পরিচালায় মরহুম নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, মনির হায়দার, ফেরদৌস, বাহার, এমরান, জাহিদ, চন্নু বাবু, কুয়েতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post