মঈন উদ্দিন সরকার সুমনঃ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগ সমর্থন গোষ্ঠী কুয়েত। কুয়েত সিটির গালফ্ রোজ হোটেলে শনিবার রাতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সামশুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের কৃতিসন্তান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস.এম. আবুল কালাম। বিশেষ অতিথি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, বিশিষ্ঠ সংগঠক আলিম উদ্দিন, বিশিষ্ঠ ব্যবসায়ী মহি উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এস.এম. আবুল কালাম বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ই মে স্বদেশ ফিরেন। সেই দিন বাঙ্গালী জাতির অস্তিত্ব স্বজন হারানো বঙ্গবন্ধুর তনয়াকে বুকে টেনে নিয়েছিল বাংলার মানুষ। জাতির জনকের যোগ্য উত্তরসূরি হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুনরায় মুক্তিযুদ্ধের চেতনায় ফিরেছে। তিনি আরো বলেন আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। বাংলাদেশ এগিয়ে চলার এই ধারা অব্যাহত রাখতেই ২০১৯ সালের নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় অর্জনে দেশ বিদেশে সবাইকে অগ্রনী ভূমিকা পালন করার আহবান করেন উপস্থিত সকলকে। ঐতিহাসিক এই দিনটির বিভিন্ন বিষয় নিয়ে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাদল, নজরুল, মনির হায়দার, বাহার সহ আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দ। শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের সম্মানে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
-মঈন উদ্দিন সরকার সুমন
Discussion about this post