Home / কুয়েত / কুয়েতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কুয়েতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

p1কুয়েতে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় বিকালে দূতালয় প্রধান ও কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় ৭ মার্চের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস. এম. আবুল কালাম।

দূতাবাস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত, ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগীরুল ইসলাম, কাউন্সিলর শ্রম আব্দুল লতিফ খান, প্রথম সচিব জহিরুল ইসলাম খান, সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারীসহ অন্য কর্মকর্তারা।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শনসহ দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার ৭ মার্চের ভাষণ নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেয় উপস্থিত প্রবাসীরা। অনুষ্ঠানে জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

About admin

আরও পড়ুন...

কুয়েত দূতাবাসে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুয়েত প্রতিনিধি:মুজিব বর্ষ এবং বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে …

error: Content is protected !!