কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত প্রবাসী বাংলাদেশীদের ২০ দলের সমন্বয়ে গঠিত সংগঠনটির নতুন কমিটি ঘোষনা করেছে। ৯ অক্টোবর শুক্রবার সকালে কুয়েত আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে ১৮টি দলের সমর্থনে নতুন সভাপতি জাহাঙ্গীর খান পলাশ ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কে মনোনিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘঠন সহ সংগঠনের উন্নয়নের দায়িত্ব দেয়া হয়। এছাড়া সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন, সহ সভাপতি ফারুক সাইদ নুর, হাসান জামান মো: হানিফ সাংগঠনিক সম্পাদক । এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহম্মদ শওকত আলী, শফিকুল ইসলাম বাবুল, মোহাম্মন নোওশাদ সহ মিডিয়া নেতৃবৃন্দ সহ অসংখ্য খেলোয়ার। ক্রিকেট প্রেমী প্রবাসীরা বিদেশেও নিজেদের মেধাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের পাশাপাশি শতব্যস্ততার মাঝেও খেলাধুলায়ও এগিয়ে যাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
এ সময় নব নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর খান পলাশ তার বক্তব্যে বিদেশের মাটিতে বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য সকলের সর্বাত্বক সহযোগীতা কামনা করেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনার স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত ভাবে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।
Discussion about this post