মঈন উদ্দিন সরকার সুমন কুয়েতঃ শত ব্যস্ততার মাঝে কর্মের অবসরে কিছুটা সময় পায় প্রবাসীরা। সে সময়টুকু বিভিন্ন ভাবে কাটায় যেমন কেহ ফিল্ম দেখে, কেহ ঘুরা ফেরা করে, কেহ খেলা-ধুলা করে সাহিত্য প্রেমীরা সাহিত্য চর্চা করে, অনেক রাজনীতি নেশাজীবি আছে যারা কষ্টার্জীত অর্থদিয়ে সভা সমাবেশ করে। কুয়েতে বর্তমানে প্রায় দুই লক্ষাধিক বাংলাদেশী প্রবাসী বসবাস করে। এর মধ্যে কিছু সংখক ক্রীড়া পিয়াশু প্রবাসে দেশের সুনাম রাক্ষার্থে তরুণ যুবকদের বিপধগামী পথ থেকে রক্ষা করতে বাংলাদেশ ফ্রেন্ড স্পোটিং ক্লাব নামে একটি সংগঠন তৈরী করে। এর উদ্যোগে কুয়েতের ফরওয়ানীয়া প্রদেশের জিলিব আল সুয়েখ খেলার মাঠে আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট। প্রায় দুই মাসের দীর্ঘ ক্রিকেট ম্যাচ শেষে ১লা ফেব্রুয়ারী ২০১৩ অনুষ্ঠিত হল ফাইনাল ম্যাচ। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুতাবাস কুয়েতের রাষ্ট্রদুত ও বাংলাদেশ অল্যাম্পিক এসোশিয়েশন’র মহা সচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন-দুতাবাসে ডিফেন্স এটাছি ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি, শ্রম সচিব কে এম আলী রেজা, ক্লাবের উপদেষ্টা প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম। কুয়েত প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী সংগঠক ফয়েজ কামাল, সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী, ব্যাংকার মোহাম্মদ মাঈন উদ্দিন, ব্যবসায়ী সাহাব উদ্দিন, প্রকৌশলী আশরাফ উদ্দিন প্রমুখ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ও সংঠনের সভাপতি আখতারুজ্জামান। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারন সম্পাদক হুমায়ুন কবীর মায়মুন। পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন আ ন ম তোহা মিলন।
ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দিতা করেন বাংলাদেশ ফ্রেন্ডস স্পোটিং ক্লাব বনাম নেক্সাস একাদশ। অত্যন্ত প্রতিদ্বন্দিতা পুর্ন ম্যাচে ২০ অভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে নেক্সাস একাদশ জবাবে ফ্রেন্ড স্পোটিং ক্লাব ১৯ অভার ৩ বল খেলে সব গুলো উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। নেক্সাস একাদশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের মাঝে কাপ, ম্যাডেল ও সনদ পত্র বিতরন করেন প্রধান অতিথি সৈয়দ শাহেদ রেজা। টুর্নামেন্টের স্পন্সর ছিলেন মারাফি কুয়েতীয়া কোম্পানী। সার্বিক সহযোগিতায় ছিল এশিয়ান গোল্ডেল এয়ার এন্ড সি কার্গো কোম্পানী।
ইমেইলঃkuwaitdesk@gmail.com
Discussion about this post