ঈদুল ফিতর যতই এগিয়ে আসছে মানুষের উপচেপড়া ভিড়ে জমজমাট হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বিপনী বিতান গুলো। স্থানীয়দের পাশাপাশি প্রিয়জনদের জন্য প্রবাসী বাংলাদেশিরাও কেনাকাটা করছেন। অন্যদিকে প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষ্যে ভালোই হচ্ছে বিক্রি।
কদিন পরেই ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দেশের মত কুয়েতেও বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে একটা সাজ সাজ রব। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েতে আছেন তিন লাখের মত বাংলাদেশি। কুয়েত সিটির প্রাণ কেন্দ্র মুরগাবে অবস্থিত সুক আল ওয়াতানিয়া শপিং মলে না আসলে অনেক প্রবাসীর ঈদ বাজারই অসমাপ্ত রয়ে যায়।
কুয়েত এভিনিউ, থ্রী সিক্সটি মল, মেরিনা মল, গেইট মল, সিটি সেন্টারসহ অসংখ্য বড়ো শপিংমল রয়েছে। যেগুলোতে পাওয়া যায় বিশ্বের নামি সব ব্র্যান্ডের পণ্য। যেখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচা কেনা।
এছাড়া বাংলাদেশি অধ্যুষিত জাহারা, ফাহাহিল, হাসাবিয়ায় বাংলাদেশিরা ব্যস্ত কেনা বেচায়। পরিবার পরিজনের মুখে একটু হাসি ফোটাতে ঘুরে বেড়াচ্ছেন দোকানে দোকানে। আর বাংলাদেশি ব্যবসায়ীরা জানালেন, এবছরের বেচাকেনায় সন্তুষ্ট তারা।
কুয়েতে রমজান আসলেই বিভিন্ন শপিং মলে স্পেসাল ডিসকাউন্ট দেয়ার রীতিমত প্রতিযোগিতা শুরু হয়। আর ঈদকে ঘিরে দিয়ে থাকে বাড়তি ছাড়।
Discussion about this post