সাদেক রিপন,নিজস্ব প্রতিনিধি :: পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জুন) কুয়েত সিটির গুলশান হোটেলে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় পার্টি কুয়েত রাজ্যশাখার সভাপতি আলহাজ্ব মাহমুদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী মল্লিকের সঞ্চালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মুকাই আলী, জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান, সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল, আওয়ামী লীগ নেতা ও সংগঠক আতাউল গণি মামুন, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সভাপতি আব্দুর রউফ মাওলা, বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ আলম বাদল, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কুয়েত শাখার সহ সভাপতি হোসেন মুরাদ চৌধুরী, সিলেট বিভাগীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আহাদ, আওয়ামীলীগ নেতা জাহিদুল হক, বাবুল মিয়া, তাজ উদ্দীন। আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা ফারুক প্রকৌশলী হারুনুর রশীদ,আহমেদ, সৈয়দ মুহিদুর রহমান,আব্দুর রশিদ, নাসির উদ্দিন, রমিজ উদ্দিন ভান্ডারী, জয়নাল পাটোয়ারী ,রবিউল আলম রবি। আব্দুল খালেক, আমীনুর রহমান, আখতার খাঁন,জামাল উদ্দিন টিটু,রাহিজ মিয়া,জয় শেখ,মুজাম্মিল আলী,হাবীবুর রহমান ,মাহবুবুর রহমান সহ জাতীয় পার্টি কুয়েত রাজ্যশাখা এবং সকল আঞ্চলিক শাখা ও জাতীয় যুবসংহতির নেতৃবৃন্দ । সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাহমুদ আলী বলেন প্রস্তাবিত বাজেটে মাননীয় অর্থ মন্ত্রী আবগারি শুল্কের যে প্রস্তাব করেছেন তাতে প্রবাসী এবং নিন্ম আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি রেমিট্যান্সের উপর এর প্রভাব পড়বে কারণ প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাবে না সুতরাং নিম্ন আয়ের মানুষদের করমুক্ত রাখার জন্য এক কোটি প্রবাসীদের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবী জানান। জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমানের সহধর্মিনী ফরিদা ইয়াসমিনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ এবং মরহুমার রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয় ।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/Banglarbarta” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]
Discussion about this post