সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ১৫ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ ঘঠিকায় কুয়েত শাখা জাতীয় পার্টির উদ্যেগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়.উক্ত অনুষ্ঠানে কুয়েত শাখার সভাপতি মাহমুদ আলী হাজী ও সহ সাধারণ সম্পাদক হজরত মল্লিক ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও ফারুকুলইসলাম প্রধান(ফারুক)সদস্য,জাতীয় পার্টি গাজীপুর মহানগর ,অ্যাডমিন:- অনলাইন জাতীয় পার্টি-এরশাদ ও ম্যানেজার অনলাইন জাতীয় কুয়েত, ইউসুফ সামী,সদস্য,জাতীয় পার্টি গাজীপুর মহানগর ,অ্যাডমিন অনলাইন জাতীয় পার্টি কুয়েত,নাসের উদ্দিন অ্যাডমিন অনলাইন জাতীয় পার্টি কুয়েত,রমিজ ভান্ডারী অ্যাডমিন অনলাইন জাতীয় পার্টি কুয়েত,সাবের আহমেদ অ্যাডমিন অনলাইন জাতীয় পার্টি কুয়েত,মোস্তফা,মোঃ ওসমান ,মোঃ আকতার,মোঃ আরিফ,আফতা উদ্দিন,আব্দুলহা মজিদ,হাবিবুর রহমান,রফিকুল ইসলাম রানা,জাহাঙ্গীর আলম বক্তুব্য রাখেন ,নেতৃবিন্দু আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিজয়ী করতে য়ার য়ার অবস্থান থেকে কাজ করতে বলেন এছাড়া দলকে সক্তিসালি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন .এছাড়া এরশাদের ৯বছরের শাসন আমল ছিল বাংলাদেশের জন্য স্বর্ণ যুগ এরশাদের উন্নয়েনের কথা দেশবাসীকে সরণ করিয়ে দিয়ে আগামী নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহবান করা হয়।
Discussion about this post