মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত সিটি: কুয়েতে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শুক্রবার বাংলাদেশ দূতাবাস আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীদের উপস্থিতিতে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করে জাতির পিতাকে শ্রদ্ধা জানান তাঁরা। পরে দূতাবাসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাণীগুলো পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) কে এম আলী রেজা, প্রথম সচিব আবদুল জলিল এবং সোনালী ব্যাংকের কুয়েত প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী। বক্তারা ১৫ আগস্টের কালো রাতের ঘটনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বিশেষ আলোকচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আসহাব উদ্দীন। সঞ্চালনা করেন দূতাবাসের হেড অব চেন্সারি মাহবুবুর রহমান। জাতীয় শোক দিবসের এই আয়োজনে কুয়েতপ্রবাসী বিপুলসংখ্যক বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের লিংক সমুহঃ
দৈনিক প্রথম আলো- দৈনিক বাংলাদেশ প্রতিদিন- দৈনিক সরেজমিন বার্তা- বাংলানিউজ২৪.কম-
Discussion about this post