আবু সাদেক রিপন,কুয়েত :: জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার একটি সহযোগী ক্রীড়া সংগঠন জালালাবাদ স্পোর্টিস ক্লাবের নব কমিটি গঠিত হয়েছে। শুক্রবার ৩ র্ফেরুয়ারি কুয়েত সিটির রাজধানী হোটেলে সন্ধ্যা ৬ টায় কমিটি নব কমিটি গঠন করা হয়। জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল আল ইসলামের সঞ্চালনায় নব স্পোর্টিস ক্লাবের সভাপতি সৈকত আলী, সিনিয়র সহ সভাপতি জামাল আহম্মেদ,সাধারণ সম্পাদক ফয়জুল হক কুটি,যুগ্ম সম্পাদক হেলাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন খছরু করে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠিত করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার উপদেষ্টা আজাদ মিয়া,সহ সভাপতি নুরুল আমিন জয়নাল, জামাল আহম্মেদ, নোমান আহম্মেদ, অনলাইন পোর্টাল অগ্রদৃষ্টি সম্পাদক আ.হ জুবেদ ও ইকবাল হোসেন, মুস্তফা সাহেদ, মামুন আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার সাধারণ সম্পাদক মঈনুল আল ইসলাম বলেন, পৃথিবীর অনেক দেশে আমাদের এই জালালাবাদ এসোসিয়েশন রয়েছে বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক ও বিশেষ করে আমাদের সিলেট বিভাগের মানুষের আত্ম সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড সিলেট প্রবাসীদের যেকোন সমস্যা বিপদ আপদে সহযোগিতা করা হয় আমাদের সংগঠনের পক্ষ হতে। তারই একটি সহযোগী ক্রীড়া সংগঠন এটা দেশের যেকোন জেলার ভাই বন্ধুরা আমাদের স্পোর্টস ক্লাবে হয়ে খেলতে পারবেন। প্রবাসে কর্ম ব্যবস্থার মাঝে অবসরে কিছু সময় খেলাধুলায় কাটালে শরীর স্বাস্থ্য মন উভয় ভাল থাকে একে অন্যের সাথে বন্ধন দৃঢ় হয়।
আরও পড়ুন...
কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা
কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …