
কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র হত্যার মাতম চলছে এই ধারাবাহিকতা অভ্যাহত থাকলে দেশ সম্পূর্ন বাকশালে পরিনত হতে আর বেশি সময় লাগবে না বলে দাবি করেন যুবদল কুয়েত শাখার নেতৃবৃন্দ। কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আল জাহারা প্রদেশ মহানগর শাখার কমিঠি গঠন উপলক্ষে ২৩ এপ্রিল শনিবার রাতে আল জাহারা হোটেলে আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। চাঁন মিয়া হাসান এর সভাপতিত্বে ও নাজমুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদল কুয়েত রাজ্য শাখার সভাপতি মাহফুজুর রহমান। যুবদল কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহজাহান সবুজ, মহসিন আল মানিক, আনিসুল হক উল্কা, আনোয়ার হোসেন, শামসুল আলম, জাহারা প্রদেশ এর সভাপতি হাফেজ আলমগীর, সাধারন সম্পাদক ফিরোজ হোসেন, জাকির, মাসুদ রানা, আসগর আলী, নুরুল আবছার রকি, পারবেস, খুরশেদ, আলম, হাজী মোহাম্মদ আবুবকর, রেলাল হোসেন সহ জাহারা ও কেন্দ্রীয় কমিটির অসংখ্য যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা গণতন্ত্র ফিরে পেতে দেশ বিদেশে ঐক্য হয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান করেন।